সিলেটে ট্রেন দুর্ঘটনা
ফায়ার সার্ভিসের কর্মী ও ট্রেনযাত্রীরা উদ্ধারকাজে অংশ নেন। রেলওয়ের প্রকৌশলীরা প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে একটি লাইন সচল করতে সক্ষম হন। এরপর সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার থেকে যাত্রা শুরু করে।
এ বিষয়ে মেহের রেলস্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, যুবকের মৃত্যু কীভাবে হয়েছে আমরা তাৎক্ষণিক জানতে পারিনি। ট্রেন প্ল্যাটফর্ম ত্যাগ করার পর যাত্রীদের নজরে আসে রেললাইনে অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়েছে।
খুলনা থেকে ফার্নেস ওয়েল নিয়ে আমনুরা বিদ্যুৎ কেন্দ্রে আসছিল একটি ট্রেন। স্টেশনের প্রবেশের সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ও রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আমনুরা স্টেশনে আটকে আছে একটি কমিউটার ট্রেন।
কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি রেল ক্রসিং পার হওয়ার সময় সিএনজি অটোরিকশাটি রেল বিটে উঠে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে নিহতদের লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। শনিবার বেলা দেড়টার দিকে রশিদনগরের ধলিরছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।